কাশীপুরে গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন

প্রতিনিধিত্বমূলক চিত্র

কাশীপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে অত্যন্ত উৎসাহ ও গৌরবের সঙ্গে পালিত হল দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানের সূচনা করেন গান অ্যান্ড শেল ফ্যাক্টরির মুখ্য মহাপ্রবন্ধক শ্রী সুবীর কুমার সাহা, আইওএফএস, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

পতাকা উত্তোলনের আগে কারখানা প্রাঙ্গণে ডিফেন্স সিকিউরিটি কর্পসের সদস্য ও দারোয়ানদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে এক অনন্য গাম্ভীর্য ও দেশপ্রেমের আবহ তৈরি করে।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে যোগ্য কর্মচারীদের ঘড়ি ও নগদ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সর্বোত্তমভাবে পরিচ্ছন্ন বিভাগকে মুখ্য মহাপ্রবন্ধকের পক্ষ থেকে চিফ জেনারেল ম্যানেজার চ্যালেঞ্জ শিল্ড প্রদান করা হয়।


নিজের ভাষণে মুখ্য মহাপ্রবন্ধক দেশমাতৃকার জন্য আত্মবলিদানকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বের উপর বিশেষ জোর দেন এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে উৎপাদনের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি সকল বিভাগের কর্মীদের নিষ্ঠা, দলগত সহযোগিতা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন।

এই প্রজাতন্ত্র দিবস উদযাপন গান অ্যান্ড শেল ফ্যাক্টরির জাতীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকারকে আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরে এবং ভবিষ্যতেও উচ্চমানের গুণগত পরিষেবা বজায় রাখতে কর্মীদের অনুপ্রাণিত করে।