কলকাতা মেট্রো বিস্তারে নিজের ভূমিকা স্মরণে নস্ট্যালজিক মমতা

প্রতিনিধিত্বমূলক চিত্র

শহরের মেট্রো পরিকাঠামোর নতুন যুগের সাক্ষী হল কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উদ্বোধন করলেন মেট্রোর তিনটি নতুন রুট। আর সেই আবহেই পুরনো দিনের স্মৃতিতে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি জানালেন, রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী— দুই পর্যায়েই কলকাতার মেট্রো বিস্তারে তাঁর ভূমিকা নিয়ে তিনি গর্বিত ও আবেগাপ্লুত।

মমতার কথায়, রেলমন্ত্রী থাকাকালীন মহানগরের বিভিন্ন প্রান্ত— জোকা, গড়িয়া, এয়ারপোর্ট এবং সেক্টর ফাইভকে এক ছাতার নিচে আনার লক্ষ্যেই তৈরি হয়েছিল একটি পূর্ণাঙ্গ মেট্রো গ্রিডের নকশা। শুধু পরিকল্পনা নয়, প্রকল্পগুলির অনুমোদন, অর্থ বরাদ্দ এবং প্রাথমিক কাজ শুরু করার পিছনেও তাঁর উদ্যোগ ছিল বলেই দাবি মুখ্যমন্ত্রীর।

রাজ্যের ভূমিকা সম্পর্কেও বক্তব্য স্পষ্ট করেছেন মমতা। তিনি জানান, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রকল্পগুলির বাস্তবায়নে রাজ্য সরকারও সমানভাবে এগিয়ে এসেছে। বিনামূল্যে জমি দেওয়া থেকে শুরু করে রাস্তা নির্মাণ, উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসন, এমনকি প্রশাসনিক জটিলতা মেটানো— সব ক্ষেত্রেই সক্রিয় সহযোগিতা করেছে রাজ্য। সেইসঙ্গে মেট্রো প্রকল্পগুলিকে গতি দিতে মুখ্যসচিবদের ধারাবাহিক বৈঠকের কথাও তুলে ধরেছেন তিনি।


নিজের দীর্ঘ যাত্রাপথের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী লেখেন, “রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনা করেছিলাম, মুখ্যমন্ত্রী হিসেবে আজ তার পূর্ণতা দেখতে পাচ্ছি। কলকাতার মেট্রো বিস্তারের সঙ্গে আমার পথচলা বহু বছরের। আজ একটু নস্ট্যালজিক হতে দিন।”

রাজনৈতিক মহলের মতে, মমতার এই মন্তব্য শুধু ব্যক্তিগত আবেগের প্রকাশ নয়, বরং কলকাতার মেট্রো বিস্তারে রাজ্য সরকারের অবদানের কথাও নতুন করে তুলে ধরা।