কোন্নগরে স্ত্রীকে খুনের অভিযোগে প্রাক্তন পুরকর্মীর আত্মসমর্পণ

প্রতীকী চিত্র

স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে শ্বাসরোধ করে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কোন্নগর পুরসভার এক প্রাক্তন কর্মী। বুধবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন্নগর মাস্টারপাড়া এলাকায়।

অভিযুক্তের নাম অশোক চট্টোপাধ্যায় (৫৫)। মৃত স্ত্রী সবিতা চট্টোপাধ্যায় (৫৮)। পুলিশ সূত্রে খবর, নিত্যদিনই স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি হত। বাজারে ধার-দেনার কারণে অশোকের উপর চাপ বাড়ায় এবং সেই নিয়েও দাম্পত্য কলহ চলছিল। মঙ্গলবার রাতেও তাঁদের চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। অভিযোগ, সেই সময়েই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন অশোক।

রাতভর বাড়িতে অপেক্ষা করে বুধবার সকালে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়েন অভিযুক্ত। প্রথমে দিদির বাড়ি গিয়ে খুনের কথা স্বীকার করেন তিনি। এরপর আর এক দিদিকে ফোন করে ঘটনার কথা জানান। আত্মীয়দের খবর দেওয়ার পর সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অশোক চট্টোপাধ্যায়।


খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ অশোকের বাড়িতে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকে উদ্ধার হয় সবিতা চট্টোপাধ্যায়ের দেহ। তা ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনার খবর শুনে এলাকায় ছুটে যান কোন্নগরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খুনের প্রকৃত কারণ ও পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।