এবার কলকাতা মেট্রোতে লাইনে নামানো হচ্ছে চালকহীন মেট্রো। আগামী রবিবারেই রয়েছে তার পরীক্ষা। এজন্য গ্রীনলাইন-২ তে মেট্রো পরিষেবা এদিন বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে এই তথ্য জানানো হয়েছে।
ফলে আগামী ৩ আগস্ট, রবিবার হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে যাত্রী পরিষেবা পাওয়া যাবে না। মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গোটা গ্রিন লাইনে চালকবিহীন মেট্রো বা অটোমেটিক ট্রেন অপারেশন বা এটিও চালানো হবে। সেই সঙ্গে চলবে তার খুঁটিনাটি পরীক্ষা। ২ আগস্ট যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরেই এই কাজ শুরু হবে। এর আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা শেষ হয়েছে।
প্রসঙ্গত রাজধানী দিল্লিতে চালকবিহীন মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে কলকাতা মেট্রো দেশের প্রথম মেট্রো পরিষেবা হওয়া সত্ত্বেও এখনও এই প্রযুক্তি চালু হয়নি। এবার সেটাই সম্পন্ন হতে চলেছে। তবে দিল্লির মতো কলকাতা মেট্রো একেবারেই চালকবিহীন করা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।