বেলেঘাটা রোডে তখন ডিউটিতে রয়েছেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট হিরণ্ময় সরকার ও কেজিএইচ কর্মী সুজিত খানড়া। সেইসময় একজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি তাঁদের নজরে পড়ে। অন্যদিকে, ওই ব্যক্তিও পুলিশ দেখে কিছুটা সতর্ক হয়ে যায়। তারপর সুযোগ বুঝেই তিনি পালানোর চেষ্টা করেন। ততক্ষণে পুলিশও সন্দেহের বশে তাঁর পিছনে ধাওয়া করেছে। পুলিশের অবশ্য ধারণা ছিল ব্যক্তিটি সামান্য মোবাইল চোর হতে পারে। কিন্তু ব্যক্তিটিকে পাকড়াও করে তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যক্তিটির কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র। ব্যক্তিটির টি-শার্টের তলায় কোমরের সামনে থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম পঙ্কজ বিশ্বাস। তাঁর বাড়ি পটারি রোড এলাকায়। বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের হাতে তিনি আটক হন। আটক করার পর তাঁকে কড়া নজরদারিতে রেখে এন্টালি থানাতে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির থেকে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁকে জেল হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কেবল সাধারণ চোর নন, একজন কুখ্যাত দুষ্কৃতী। বিগত কয়েকমাসে খাস কলকাতা থেকে একাধিক দুষ্কৃতীকে ধরা হয়েছে যাঁদের থেকে মিলেছে নানারকমের অস্ত্র। এই ঘটনায় কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। ভোটের আগে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা চাপে ফেলেছে প্রশাসনকে।