সাতসকালে আগুন লাগল কলকাতার লালবাজার লাগোয়া এজরা স্ট্রিটে। শনিবার সকালে ওই এলাকার একটি গুদাম থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। অভিযোগ, দমকলকে খবর দেওয়া হলেও তারা আসতে দেরি করেছে। এদিকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। সাতসকালে কীভাবে এই আগুল লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে। কয়েক মাস আগেও এজরা স্ট্রিটে এমন অগ্নিকাণ্ড ঘটেছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ গুদামে আগুন লেগে যায়। বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে। সেই সঙ্গে অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে আগুন লাগার খবর পেয়ে এলাকায় পৌঁছয় দমকলের ২৩টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। গুদাম থেকে একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।