সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে তেঘরিয়ার কাছে একটি সরকারি এসি বাসে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকলের দুইটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার দুপুরে সল্টলেকের গ্যারেজ থেকে বের হয়ে বাসটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। ভিআইপি রোড ধরে সেটি বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ তেঘরিয়ার কাছে বাসটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি।
তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুইটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসটিতে কোনও যাত্রী ছিল না। চালক ও কন্ডাক্টর সঠিক সময়ে বাস থেকে নেমে যাওয়ায় তাঁরা আহত হননি। তবে কী কারণে বাসটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।