এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ড

ফের শহরের হাসপাতালে অগ্নিকাণ্ড! বৃহস্পতিবার সকালে এসএসকেএম হাসপাতালের চারতলা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্কে হাসপাতাল চত্বর থেকে দমকলে ফোন করা হইছিল। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষের সূত্র মারফত জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ডিসপ্লে বোর্ডে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে হাসপাতালের নিজস্ব ফায়ার ব্রিগেড কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। হাসপাতলের চারতলার ওই অংশে কোনও রোগী ছিলেন না। কাছাকাছি চিকিৎসকদের বসার জায়গা থাকলেও আগুন সেই অবধি পৌঁছতে পারেনি।

আগুন নেভানোর পরও ওই অংশটি ঘিরে দেওয়া হয় যাতে রোগী বা তাঁদের কোনও আত্মীয় ওই অংশে প্রবেশ করতে না পারে। হাসপাতাল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের জেরে বড়সড় কোনও বিপদ হয়নি। কিছু সামগ্রী কেবল পুড়ে গিয়েছে। এদিন দুপুরের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। হাসপাতালের অন্যান্য রোগীরা সকলেই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে হাসপাতালের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে।