পুজোয় রাত ১২টা পর্যন্ত ফেরি

প্রতিনিধিত্বমূলক চিত্র

পুজোতে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকবে হাওড়া-কলকাতা ফেরিঘাট। রাজ্যের বিভিন্ন জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, নদিয়া থেকে প্রচুর মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসে। হাওড়া থেকে ফেরির মাধ্যমে কলকাতায় আসেন বহু দর্শনার্থী। যাত্রীদের সুবিধার্থে এবার হাওড়া ফেরিঘাট রাত ৮ টার বদলে ১২ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানা গিয়েছে। এমনকি ফেরিঘাটে যদি ১২ টার পরেও লোক থাকে তবে তাঁদের জন্যও ফেরি চালানো হবে। মোট ৮টি ফেরি চলবে। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে পুজোতে রাত পর্যন্ত এই ফেরি চলাচলের কথা ঘোষণা করেছে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত এই পরিষেবা চলবে। ডিরেক্টর অজয় দে বলেছেন, কলকাতা ও শহরতলির মানুষরা যাতে নির্বিঘ্নে যানজট কাটিয়ে প্যান্ডেল ঘুরতে পারেন তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাত্রীদের ভিড় সামলাতে লঞ্চ পরিবহন কর্তৃপক্ষের তরফে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণত হাওড়া থেকে শোভাবাজার, বাগবাজার, আহিরীটোলা রুট ও তার পাশাপাশি বাবুঘাট রুটেও এই ফেরি পরিষেবা চলবে বলে জানানো হয়েছে।