খাস কলকাতায় সাংবাদিকের ওপর প্রাণনাশক হামলা। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস এলাকায়। বাংলার প্রথম সারির একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রাইম টাইম শো করেন ওই সাংবাদিক। তাঁর নাম কিশলয় মুখার্জি। তিনি চ্যানেলে শো করা ছাড়াও তাঁর সমাজ মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব মত প্রচার করতেন। সেখানেও অনেক বিরূপ ও অশালীন মন্তব্য আসতো। কিশলয় যাতায়াতের জন্য বেশিরভাগ সময় মা ফ্লাইওভার ব্যবহার করেন। কিন্তু মঙ্গলবার তাঁর বাড়ি ফিরতে রাত হাওয়ায় সে মা ফ্লাইওভারের নিচের রাস্তা ব্যবহার করে বাড়ি যেতে চান। ঠিক তখনই তাঁকে পার্ক সার্কাস রেল গেটের সামনে এক যুবক দাঁড় করিয়ে বলে যে, তাঁর ভাইয়ের অবস্থা খুব শোচনীয়। যদি একটু সাহায্য করেন। কিশলয় সাহায্যের জন্য গেলে তখনই তাঁকে ৪ জন যুবক আটকে গালি-গালাজ করে ও ধর্মীয় অশালীন কথা বলে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, পেট ও বুকে আঘাত করে। তারপর ওই দুষ্কৃতীরা পাথর দিয়ে মাথায় আঘাত করে। তাঁর গলার কণ্ঠীর মালা টান দিয়ে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে। তারপর ধস্তাধস্তি ও চিৎকার করায় ওই নরপিশাচের দল পালায়।
আহত অবস্থায় কিশলয় সমাজ মাধ্যমে একটি লাইভ করে বলেন, আমাকে পার্ক সার্কাসে ছুরি মারা হয়েছে। আমি যদি মরে যাই, তাই তার আগে লাইভে জানিয়ে গেলাম। মুহূর্তের মধ্যে সেই লাইভ ভাইরাল হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় ভেঙে পড়েছেন কিশলয়ের মা ও বন্ধুরা। এ বিষয়ে টুইট করে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের খুব তাড়াতাড়ি ধরা হবে।