স্বাস্থ্যসাথী কার্ডে গুরুত্ব কম, অভিযোগ মৃত রোগীর পরিবারের

স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্যই রোগীকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। আর তাই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রোগী। বেহালার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনটাই অভিযোগ জানিয়েছেন রোগীর পরিবার। বৃহস্পতিবার রোগী মৃত্যুর পর হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। তাঁদের একটাই অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করানোর জন্য রোগীকে যথাযথ গুরুত্ব না দিয়েই ছেড়ে দেওয়া হয়। আর তার ফলেই মৃত্যু হয়েছে রোগীর।

সূত্রের খবর, মৃত রোগীর নাম অজিত হালদার। তিনি বেহালার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা। গত ৪ আগস্ট তাঁকে বুকে ব্যাথা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অভিযোগ, প্রথমেই রোগীর প্রায় ১১ হাজার টাকার টেস্ট করানো হয়। তারপর তাঁকে ভর্তি নিয়ে ৫ তারিখে এনজিওপ্লাস্টি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন হার্টে স্টেন বসানোর কোনও প্রয়োজন নেই। এরপর অপারেশনের একদিনের মধ্যেই তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, ৬ তারিখ ফের শ্বাসকষ্ট শুরু হয় অজিতবাবুর। আর তারপরেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালের উচিত ছিল অপারেশনের পর আরও কিছুদিন রোগীকে পর্যবেকক্ষণে রাখা। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করানো হয়েছিল বলে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধে শাস্তির দাবি করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।