আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল প্রতারণা। সোমবার রাতে সেই চক্রের অন্যতম মাথা শুভ্রনারায়ণ দাসকে নরেন্দ্রপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করত ওই আন্তর্জাতিক কল সেন্টার। পুলিস প্রথমে ৩ জন ও পরে ৪ জনকে গ্রেপ্তার করে। সেই জিজ্ঞাসাবাদের পর চক্রের অন্যতম মাথা শুভ্রনারায়ণ দাসের কাছে পৌঁছায় পুলিশ।
উল্লেখ্য, গত মাসের শেষের দিকে পর্দাফাঁস হয়েছিল এই কল সেন্টারের। বিধাননগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস লেকটাউন ও সেক্টর ফাইভে যৌথ অভিযান চালায়। লেকটাউনের একটি বাড়ি থেকে উদ্ধার করে প্রায় ৩ কোটি টাকা। সেক্টর ফাইভের এক বিল্ডিং থেকে উদ্ধার হয় ৬৭ লক্ষ টাকা, পাশাপাশি, সোনার গয়না, ১৪টি ফোন, দুটো নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, ছয়টি ডেস্কটপ, এছাড়াও চারটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সূত্রে দাবি, এর পিছনে আরও বড় চক্র কাজ করছে। ধৃতদের মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে প্রচুর তথ্য পাওয়া যাবে বলেও অনুমান। ধৃতদের মঙ্গলবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।