বেলেঘাটায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে তিনি আবাসনের পাঁচিলের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকা ভেঙে পড়ে ওই দেওয়ালটি। পরিবারের সদস্য ও এলাকাবাসী তাঁকে উদ্ধার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, ওই বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে বেলেঘাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঞ্জয় মিত্র। তাঁর বয়স ৬৭ বছর। তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। বেলেঘাটার এসসি ব্যানার্জি রোডের একটি আবাসনে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। তাঁদের একমাত্র কন্যা ভিনরাজ্যে কর্মরত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃদ্ধের আবাসনে নিকাশিনালার কাজ চলছিল। মেরামতের সময় পাঁচিলটি দুর্বল হয়ে পড়ে। সেই কারণে দেওয়ালটি ভেঙে পড়ে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।