শেখ শাজাহান না থাকলেও সন্দেশখালিতে জমি দখলের অভিযোগ

প্রতিনিধিত্বমূলক চিত্র

তৃণমূলের সন্দেশখালির একাধিক নেতা যাদের মধ্যে শেখ শাজাহান, শিবু হাজরা প্রমুখ জেলবন্দি থাকা সত্ত্বেও, বেআইনিভাবে জমি দখল ও রেকর্ড তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ কর্মীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এবার ইডি ও সিবিআইয়ের নজরে এসেছে প্রফুল্ল নস্কর, কমল সরদারসহ স্থানীয় নেতাদের নাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি থানার সুখদোয়ানি মৌজার ৩.৩৪ শতক বা ১০ বিঘে জমি নিয়ে অভিযোগ উঠেছে। জমির প্রকৃত মালিক ছিলেন মৃত যাদবচন্দ্র সরকারের সন্তানরা, যাঁরা বর্তমানে বসিরহাটে থাকেন। অভিযোগ, তাঁদের অনুপস্থিতিতে স্থানীয় নেতা প্রফুল্ল নস্কর, কমল সরদার, মালতি সরদার ও রেনুপদ সরদারের মাধ্যমে বেআইনিভাবে ভূমি ও ভূমি সংস্কার অফিসে বর্গা রেকর্ড তৈরি করা হয়েছে। প্রায় ৬ বিঘে অংশের এই জমি নিয়ে অভিযোগে বলা হয়েছে, মোটা টাকার বিনিময়ে প্রমীলা সরদার নামে এক কর্মকর্তা এই রেকর্ডে সহযোগিতা করেছেন।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি। যদি অভিযোগ সত্য হয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


সিবিআই-এর অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ওই জমিতে নতুন বর্গা রেকর্ড স্থানীয় নেতাদের প্রভাবের কারণে তৈরি হয়েছে। এলআরটিটির নির্দেশনাও রয়েছে। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় আদালত ২০২২ সালে বিএলএলআরও-কে হস্তক্ষেপের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তিন বছরেও কোনো সমাধান হয়নি।

মালিকপক্ষ প্রশ্ন তুলেছে, দীর্ঘ বছর চাষ করা হয়নি এমন জমিতে কীভাবে হঠাৎ বর্গা রেকর্ড তৈরি হল এবং তাদের অবহেলায় কীভাবে এ ধরনের কাজ করা সম্ভব হল? এ অভিযোগকে কেন্দ্র করে ইডি ও সিবিআই বর্তমানে তদন্ত চালাচ্ছে এবং জানিয়েছে, এই মুহূর্তে যদি অভিযুক্তরা জামিন পায়, তা তদন্ত প্রভাবিত করতে পারে।