ভাঙা হচ্ছিল কফি হাউসের পিলার, কাজ বন্ধের নোটিস পুরসভার

কলেজ স্ট্রিটের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী কফি হাউস। যেখানে এক কাপ কফির আড্ডা থেকে তৈরি হয়েছে বহু ইতিহাস। কিন্তু সম্প্রতি সেই কফি হাউসের নিচতলায় শুরু হয়েছিল ভাঙার কাজ। খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন কফি হাউস কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কলকাতা পুরসভা। এরপর কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে এত বড় ঘটনা কীভাবে ঘটল, কে বা কারা এই ভাঙার পিছনে, সেই প্রশ্নের জবাব এখনও মেলেনি।

সূত্রের খবর, কফি হাউসের নিচতলার একটি অংশ এক ব্যবসায়ী কিনেছেন। তিনিই এই সম্প্রসারণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই কাজের জন্য ঐতিহ্যবাহী কফি হাউসের একটি পিলার ভাঙা হচ্ছিল। যা দেখে আতঙ্কিত হয়ে যান কফি হাউস কর্তৃপক্ষ। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশ ডাকেন এবং খবর দেন পুরসভাকে। এরপরেই পুরসভার তরফে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বুধবার কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন কলকাতা পুরসভায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। সংগঠনের সম্পাদক অচিন্ত্য কুমার লাহা জানান, এভাবে কাজ চলতে থাকলে ভবনের স্থায়িত্ব নষ্ট হতে পারে, ভবিষ্যতে বড় বিপদও ঘটতে পারে। তাই তাঁরা পুরসভার কাছে দাবি জানিয়েছেন, একটি কমিটি গঠন করে নিয়মিত ভবনের তদারকি করা হোক।


পুরসভার তরফে কাজ বন্ধ করা হলেও কফি হাউস কর্তৃপক্ষ পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না। তাঁদের বক্তব্য, এখন বন্ধ হয়েছে মানে ভবিষ্যতে আবার কাজ শুরু হবে না, এমন তো নয়। তাই তারা স্থায়ী সমাধান চান।