কলকাতায় চালু হল পূর্ব ভারতের প্রথম বেসরকারি ‘বোন ব্যাংক’

নিজস্ব চিত্র

কলকাতায় সিকে বিড়লা হাসপাতাল–সিএমআরআই আজ উদ্বোধন করল পূর্ব ভারতের প্রথম বেসরকারি ‘বোন ব্যাংক’। এটি পূর্ব ভারতের প্রথম বেসরকারি হাড়ের ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করতে চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এই ‘বোন ব্যাংক’ হাসপাতালের মস্কুলোস্কেলিটাল, ট্রমা, অনকোলজি এবং পুনর্গঠনমূলক শল্যচিকিৎসার সক্ষমতা বাড়াবে, নিরাপদ ও মানসম্পন্ন হাড়ের অ্যালোগ্রাফট সরবরাহ নিশ্চিত করবে।

এই ‘বোন ব্যাংক’ আধুনিক শল্যচিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সময়মতো নিরাপদ ও সুপরিশোধিত গ্রাফট সরবরাহ নিশ্চিত করে, যা ডোনার স্ক্রিনিং, জীবাণু পরীক্ষা, স্টেরিলাইজেশন যাচাই এবং প্রতিটি ধাপে ট্রেসেবিলিটি নিশ্চিত করে। স্বয়ংক্রিয় গ্রাফট নেওয়ার ওপর নির্ভরতা কমিয়ে, সিএমআরআই-এর ‘বোন ব্যাংক’ শল্যচিকিৎসার ফলে অপারেটিং রুমের দক্ষতা এবং রোগীর পুনরুদ্ধার প্রক্রিয়াকে উন্নত করবে।

এই সুবিধা বিভিন্ন ধরনের গ্রাফট প্রদান করবে, যেমন স্ট্রাকচারাল গ্রাফট, কর্টিকোক্যানসেলাস ব্লক, মরসেলাইজড গ্রাফট এবং ক্যানসেলাস চিপস, যাতে শল্যচিকিৎসক প্রয়োজন অনুযায়ী উপযুক্ত বিকল্প নির্বাচন করতে পারেন। অফ-দ্য-শেলফ গ্রাফটের উপলব্ধতা টিউমার রিসেকশন, জটিল ফ্র্যাকচার মেরামত, ননইউন শল্যচিকিৎসা, স্পাইনাল ফিউশন বা বিকৃতি সংশোধনের জন্য পুনর্গঠনমূলক বিকল্প প্রসারিত করবে।


শনিবার এই ‘বোন ব্যাংক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব শ্রী এনএস নিগম, স্বাস্থ্য সেবার ডিরেক্টর ড. স্বপন সারেন, মেডিকেল এডুকেশনের পরিচালক প্রফেসর ড. ইন্দ্রজিৎ সাহা, প্রাক্তন বিশেষ সচিব ড. অনিরুধ নেগী। এছাড়া দুটি রোগী উপস্থিত থেকে এই হাড়ের ব্যাংকের সুবিধা তুলে ধরেছেন।