একদিকে মধ্য কলকাতার বিবাদী বাগ থেকে যখন উদ্ধার করা হচ্ছে গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষীর মৃত দেহ, ঠিক সেই সময়ই কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার করা হল এক সিআইএসএফ কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম রঘুনাথ পাল (৪০) বলে জানা গিয়েছে। তিনি পশ্চিম বর্ধমানে হিরাপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে পরিবার নিয়ে থাকতেন শরত কলোনির ভাড়া বাড়িতে।
এ দিন সকাল ১০টা নাগাদ তাঁকে ইন্টারন্যাশানাল কার্গো বারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। তারপর এনএসসিবিআই থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই মৃতের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাজারে প্রচুর ধার ছিল মৃত রঘুনাথের। যা থেকে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সেই দেনা শোধ করতে না পেরে মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই সিআইএসএফ কর্মী।