ভারত চেম্বার অফ কমার্সের বিশেষ উদ্যোগ

টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজ (টিআইপিএস) প্রোগ্রাম শুরু করল ভারত চেম্বার অফ কমার্স। এই অনুষ্ঠানে ‘এডুকেশন ইজ বিজনেস: বাট উইথ এ ডিফারেন্স’ শীর্ষক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি শ্রী নরেশ পাচিসিয়া, অ্যাম্বাসেডর অনিল ওয়াধওয়া (আইএফএস, অবসরপ্রাপ্ত), শ্রী অনিল স্বরূপ (আইএএস, অবসরপ্রাপ্ত), টিআইপিএসের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সীতারাম শর্মা এবং টিআইপিএসের উপদেষ্টা ডঃ এনজি খৈতান।

শান্তিকে অধ্যয়নের ক্ষেত্র হিসেবে প্রাতিষ্ঠানিকীকরণের গুরুত্ব সম্পর্কে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা জানান, দায়িত্বশীল নাগরিক গঠনে ও দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অতুলনীয়। টিআইপিএস চালুর লক্ষ্য শুধুমাত্র একটি নতুন প্রতিষ্ঠান নয়, সমাজের নানা ক্ষেত্রে শান্তি ও অগ্রগতির প্রতি দায়বদ্ধতা। ভারত চেম্বার অফ কমার্স শিক্ষা ও আলোচনা মাধ্যমে উন্নয়নমূলক কাজকে উৎসাহ দিতে চেষ্টা করে। বক্তাদের দাবি, বর্তমানে দেশের ৪৭ শতাংশ ছাত্রছাত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। এমনকি দেশের ৭০ শতাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি বলে জানিয়েছেন তাঁরা।