বারুইপুর পুলিশের হাতে এল অত্যাধুনিক ড্রোন। এই ড্রোন ব্যবহার করে এলাকায় নজরদারির কাজ চালানোর পাশাপাশি মাইকিং এবং অন্যান্য কাজও করতে পারবে পুলিশ। এর আগে মুর্শিদাবাদ পুলিশের হাতে এই ড্রোন এসেছিল। অশান্তির আবহে তা তদন্তপ্রক্রিয়া পরিচালনায় সাহায্য করেছে।
জানা গিয়েছেন, এই অত্যাধুনিক ড্রোনটি ২২ কেজি ওজনের। ড্রোনটিতে সার্চ লাইটও থাকছে। এর মাধ্যমে অন্ধাকারাচ্ছন্ন এলাকায় আলো ফেলে নজরদারি চালাতে পারবে পুলিশ। ড্রোন থেকেই মাইকিং করা যাবে। পাশাপাশি ড্রোন থেকে ফেলা যাবে টিয়ার গ্যাসের সেল। অর্থাৎ নিরাপদ দূরত্ব থেকেই অশান্তির পরিস্থিতিতে জনতাকে ছত্রভঙ্গ করতে পারবে পুলিশ।
এত দিন ড্রোনের মাধ্যমে শুধু নজরদারি চালাতে পারত পুলিশ। কিন্তু এ বার থেকে বিক্ষোভস্থল, বড় কোনও দুর্ঘটনা বা বন্যা কবলিত এলাকায় ড্রোনের মাধ্যমে মাইকিং করা যাবে। ২৫০ ফুট উঁচু থেকে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন ড্রোন মানুষকে বার্তা দিতে সক্ষম। এর শব্দ ক্ষমতা ১৩০ ডেসিবেল।
পুলিশ সূত্রের খবর, কীভাবে ড্রোনকে আরও ভালোভাবে কাজে লাগানো যায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই নিজস্ব উদ্যোগে গবেষণা করছিলেন পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার। তাঁর হাত ধরে ডিসেম্বরে অত্যাধুনিক ড্রোন চালু হয়েছিল। এ বার সেই ড্রোন হাতে পেল বারুইপুর পুলিশ। প্রাথমিক পর্যায়ে বারুইপুরে পরীক্ষামূলকভাবে ড্রোনটি ব্যবহার করা হবে। এই পরীক্ষা সফল হলে রাজ্যের অন্যত্রও তা কার্যকর হবে।