দক্ষিণ ২৪ পরগনা জেলার মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ। বুধবার রাতের এই দুর্ঘটনায় জাহাজে থাকা ১২ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি তামজিদ অ্যান্ড নাসির’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মুড়িগঙ্গা নদীর মাঝখানে, ঘোড়ামারা দ্বীপ ও কচুবেড়িয়ার মধ্যবর্তী এলাকায় জাহাজটি হঠাৎই ডুবে যায়। জাহাজটি কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। সুন্দরবন পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ কোটেশ্বর রাও বলেন, ‘কলকাতা বন্দর থেকে বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ হঠাৎ যান্ত্রিক সমস্যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রবল স্রোতে পড়ে জাহাজটির নিচের অংশে ফাটল ধরে এবং দ্রুত জল ঢুকতে শুরু করে। খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাজে থাকা ১২ জনকেই নিরাপদে উদ্ধার করে।’
জাহাজটি ডুবে যাওয়ার পর নাবিকরা দ্রুত সাহায্যের আবেদন জানান। খবর পেয়েই সাগর থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা সকল নাবিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁদের গঙ্গাসাগর থানার অধীন একটি বহুমুখী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাঁদের খাবার ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। একই সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং খুব শীঘ্রই উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
এদিকে, ডুবে যাওয়া জাহাজটিতে কী ধরনের পণ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নদীতে তেল বা কোনও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েছে কি না, তাও প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।