সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি ও অঙ্গনওয়াড়ি প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ানোর দাবিতে মঙ্গলবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভে শামিল হলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলের কর্মসূচি ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় মধ্য কলকাতায়। পরিস্থিতি সামাল দিতে নিউ মার্কেট থানার সামনে দ্বিস্তরীয় ব্যারিকেড বসিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। সেই মুহূর্তেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।
অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, বছরের পর বছর গুরুত্বপূর্ণ সামাজিক পরিষেবা দিয়ে এলেও এখনও তাঁদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হয়নি। সামান্য পারিশ্রমিকে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। মূল্যবৃদ্ধির বাজারে বেতন বৃদ্ধি ও প্রকল্পে বরাদ্দ বাড়ানো ছাড়া বিকল্প নেই বলেই দাবি আন্দোলনকারীদের। একই সঙ্গে পেনশন, সামাজিক সুরক্ষা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও তাঁদের দাবির তালিকায় রয়েছে।
মিছিল নিউ মার্কেট থানার সামনে পৌঁছনোর পর তা আটকে দেওয়ায় সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন কর্মীরা। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এসএন ব্যানার্জী রোড। শিয়ালদহ থেকে ধর্মতলামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি ধর্মতলা থেকে হাওড়ামুখী রাস্তাতেও ব্যাপক যানজট তৈরি হয়। অফিস টাইমে এই বিক্ষোভে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
বিক্ষোভকারীদের কর্মসূচির মধ্যে ছিল রাজভবনে ডেপুটেশন জমা দেওয়া এবং বিকাশভবন অভিযান। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, তাঁদের মিছিল কলকাতা পুরসভার সামনেই শেষ করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি— দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।
উল্লেখ্য, এর আগেও স্বাস্থ্যভবন অভিযানের সময় একই ছবি দেখা গিয়েছিল। সেবারও পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। স্বাস্থ্যভবনের পর এবার পুরসভা— রাজপথে ফের সেই প্রতিবাদের আগুন। মধ্য কলকাতার এই বিক্ষোভ নতুন করে প্রশ্ন উঠছে অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি কবে শুনবে প্রশাসন?