কলকাতাজুড়ে ভয়াল দুর্যোগ। রাতভর টানা বৃষ্টিতে ভাসছে মহানগর। আবহাওয়া দপ্তরের সূত্রে, আপাতত আবহাওয়ার উন্নতির কোনও খবর নেই। ভয়াবহ বৃষ্টির জন্য মঙ্গলবার অর্থাৎ দ্বিতীয়া থেকেই সব সরকারি স্কুলে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর ছুটি ঘোষণা করা হল।
সরকারি স্কুলগুলির পাশাপাশি আইসিএসই এবং সিবিএসই বোর্ডের স্কুলগুলিকেও মঙ্গলবার থেকে অন্তত দু’দিনের ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী দু’দিন অনলাইনে ক্লাস করার অনুরোধ জানিয়েছেন তিনি। সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী দু’দিন ছুটি দেওয়ার অনুরোধও করা হয়েছে। দুর্যোগের আবহে মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুরের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে লিখেছেন, এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামিকাল এবং পরশু, অর্থাৎ ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অনুরোধ রইল তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন। ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। সকলকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার গভীর এবং আন্তরিক সমবেদনা রইল এই দুর্যোগে নিহত সহনাগরিকদের পরিবারগুলির প্রতি।