বক্স বাজানো নিয়ে বচসা, সোনারপুরে যুবককে কুপিয়ে হত্যা

যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। কালীপুজোর মণ্ডপে বক্স বাজানো নিয়ে বচসার জেরেই এই খুন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত যুবকের নাম সনাতন নস্কর। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কুস্তিয়া এলাকার ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তারে করেছে পুলিশ। এই খুনের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পাড়ার কালীপুজোর মণ্ডপে নিজের বক্সে গান বাজাচ্ছিলেন সনাতন। সেই সময় এক প্রতিবেশী সনাতনকে আওয়াজ কমাতে বলেন। এরপর সাউন্ডবক্স খুলে নিয়ে বাড়ি চলে যান সনাতন। এরপর আরেক প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রী সনাতনকে বক্সে গান বাজাতে অনুরোধ করেন। এরপরেই সনাতন ও পিন্টুর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে যায়।

সনাতনের মা ও ভাইকে মারধর করেন পিন্টু ও তাঁর স্ত্রী। সেই সময় রুখে দাঁড়ান সনাতন। এরপর তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন পিন্টু। ছুরির আঘাতে রক্তাক্ত হন সনাতন। দ্রুত উদ্ধার করে তাঁকে কালিকাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পিন্টু ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। স্থানীয়দের দাবি, পিন্টুর ও তাঁর দুই আত্মীয়ও এই ঘটনার সঙ্গে জড়িত।