ক্যানসার আক্রান্ত এক বৃদ্ধের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার ফুলবাগান এলাকায়। শনিবার ওই এলাকায় পাঁচ তলা বাড়ির ছাদ থেকে ৬৫ বছরের বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বন্দুক দিয়ে নিজেকে শ্যুট করে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ।
মৃতের নাম জয়ন্ত সাহা। তাঁর বাড়ি ফুলবাগান এলাকার সিআইটি রোডে। সেই বাড়ির ছাদেই নিজেকে শ্যুট করেন তিনি। কানের পাশে মাথায় গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। দেহের পাশ থেকেই বন্দুকটি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বন্দুকটির লাইসেন্স ছিল।
জয়ন্তবাবু ক্যানসার আক্রান্ত ছিলেন। তাঁর কেমোথেরাপি চলছি। গত মাসে তাঁর স্ত্রী’র মৃত্যু হয়েছে। স্ত্রীর মৃত্যু এবং নিজের শারীরিক অবস্থার কারণে তিনি অবসাদে ভুগছিলেন। পরিবার সূত্রে খবর, তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। সেই কারণে এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন জয়ন্ত।
জয়ন্তের মোবাইল থেকে একটি ভিডিও পেয়েছে পুলিশ। অনুমান করা হচ্ছে, আত্মহত্যার আগে নিজেই সেই ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। নিজের দুই ছেলেকে উদ্দেশ্য করে ভিডিও বার্তাটি রেকর্ড করা হয়েছিল। মৃত্যুর আগে তাঁকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।