কালীঘাটে গয়নার দোকানে ডাকাতির ছক, অস্ত্রসহ গ্রেপ্তার ৫ সন্দেহভাজন

প্রতীকী চিত্র

গয়নার দোকানে ডাকাতির ছক ফাঁস হতেই গ্রেপ্তার হল পাঁচ সন্দেহভাজন। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ কালীঘাট থানার পুলিশ আদিগঙ্গার ধারে অভিযুক্তদের আটক করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু প্রাণঘাতী অস্ত্র ও সন্দেহজনক সামগ্রী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বয়স ২১ থেকে ৪২ বছরের মধ্যে। তাঁদের মধ্যে একজন মহেশতলার বাসিন্দা, দু’জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে, এবং বাকি দু’জন নোদাখালির বাসিন্দা।

ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাঁদের শনিবার আদালতে তোলা হয়েছে। পুলিশ মনে করছে, জেরা চালিয়ে গেলে এ ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলছে যে একটি গয়নার দোকানেই নজর ছিল তাঁদের। অস্ত্রগুলি কোথা থেকে এল এবং আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচজন কালীঘাটে একটি গয়নার দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পুলিশের টহলদারি দলের বিষয়টি নজরে আসতেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই শুরু হয় তল্লাশি। সেখানেই মেলে ধারালো অস্ত্র এবং আরও কিছু সামগ্রী, যা দেখে পুলিশের অনুমান— ডাকাতির জন্যই জড়ো হয়েছিলেন তাঁরা।