প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য বোমা ছুঁড়ে গ্রেপ্তার প্রেমিক সহ ৪

প্রতীকী চিত্র

প্রেমিকার সঙ্গে দেখা করাই ছিল উদ্দেশ্য। তাই ইউটিউব দেখে বোমা বানিয়ে প্রেমিকার বাড়ির সামনে ফাটিয়ে গ্রেপ্তার হলেন প্রেমিক ও তাঁর বন্ধুরা। ছট পুজোর রাতে বৈদ্যবাটিতে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত প্রেমিক জানিয়েছেন, সম্পর্কের অবনতির কারণে প্রেমিকা তাঁর সঙ্গে দেখা করছিলেন না। বাড়ির সামনে বোমাবাজি করলে ওই তরুণী বেরিয়ে আসবেন বলেই মনে করছিলেন তিনি। তখনই দুই জনের দেখা হয়ে যাবে। এই উদ্দেশ্যেই প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজি করেন ওই যুবক ও তাঁর বন্ধুরা।
গত ২৮ অক্টোবর ছট পুজোর দিন বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ড মালির বাগান খামারডাঙা এলাকায় প্রেমিকার বাড়ির সামনে বোমা ছোঁড়েন কয়েকজন। বোমাটি একটি বাড়ির দেওয়ালে লেগে জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শ্রীরামপুর থানার পুলিশ। সেখানে একটি বাইকের ছবি দেখতে পান তদন্তকারীরা। সেই সূত্র ধরে চাঁপদানীর বাসিন্দা প্রেমিক সাগর মালিক সহ ৪ জনকে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত বাকি তিন জনের নাম প্রিন্স যাদব, প্রণীত পাল ও আয়ুস যাদব। ধৃতদের প্রত্যেকের বয়স ১৮–২০–র মধ্যে।
জানা গিয়েছে, সাগরের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হয়। সাগর জানতে পারেন, তাঁর প্রেমিকা অন্য কোনও পুরুষের সঙ্গে মেলামেশা করছেন। এদিকে সাগরের ফোন তোলা বন্ধ করে দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে দেখাও করছিলেন না ওই তরুণী। এই কারণে প্রেমিকার বাড়ির সামনে বোমা ফাটানোর পরিকল্পনা করেন সাগর। ইউটিউব দেখে বাজির মশলা দিয়ে বোমা বানান। প্রেমিকার সঙ্গে দেখা করার উদ্দেশেই তাঁর বাড়ির সামনে গিয়ে বোমা ছোঁড়েন একটি বাড়ির দেওয়ালে। কিন্তু বোমার শব্দে ভয় পেয়ে তরুণীর বেরিয়ে আসার আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান। ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।