পুজোর মুখে কলকাতায় উদ্ধার ৩৫ কেজি মাদক, গ্রেপ্তার ৩

প্রতীকী চিত্র।

কলকাতার রাস্তায় গাঁজা সমেত গ্রেপ্তার ৩ ব্যক্তি। সোমবার সাতসকালে প্রায় ৩৫ কেজি গাঁজা নিয়ে এক মহিলা সহ ৩ জন ব্যক্তিকে আটক করে হাওড়া থানার পুলিশ। কোনা এক্সপ্রেসওয়ে ধরে কলকাতা থেকে হাওড়ায় যাচ্ছিল গাড়ি বোঝাই মাদক। কোনা এক্সপ্রেসওয়ের হ্যাংসাং ক্রসিংয়ের কাছেই যেতেই পুলিশের নাকা চেকিংয়ে মাদক বোঝাই গাড়িটিকে আটকায়।

এরপরে গাড়িটি থেকে ৩ টি স্যুটকেস ভর্তি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয় চ্যাটার্জীহাট থানার পুলিশ ও ম্যাজিস্ট্রেট। হাওড়া সিটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া গাঁজা ওজন করে দেখে মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ ৩ জন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, শিয়ালদহ থেকে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে বাগনানের উদ্দেশে যাচ্ছিল গাড়িটি। তখনই পুলিশের কাছে মাদক বোঝাই গাড়িটি ধরা পড়ে। আটক ৩ জনের নাম রূপা প্রামানিক, শেখ রাইসউদ্দিন এবং গাড়ি চালক রাজু বিশ্বাস। উদ্ধার হওয়া মাদক নিয়ে তাঁরা কোথায় যেতে চেয়েছিল, কোন জায়গা থেকেই বা এই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, মাদক চক্রের পিছনে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টির তদন্তে নেমেছে হাওড়া সিটি থানার পুলিশ।