শহরের রাস্তায় বাড়ছে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা, আর সেই কারণেই এবার বড় পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। যানবাহনের দূষণ রুখে পরিবেশ বান্ধব যাতায়াতের প্রচারে আরও একধাপ এগোতে শহরের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে মোট ১৩টি ইলেকট্রিক চার্জিং স্টেশন। পুরসভার নিজস্ব জমিতে এই স্টেশনগুলি গড়ে তোলা হবে।
কলকাতা পুরসভার এক পদস্থ কর্তা জানিয়েছেন, সম্প্রতি একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ১৩টি নির্ধারিত জায়গায় চার্জিং স্টেশন বসানো হবে। এই সংস্থা প্রতি কিলোওয়াট চার্জে পুরসভাকে দিতে রাজি হয়েছে মাত্র ১ টাকা ২০ পয়সা সার্ভিস ফি। যদিও গাড়ি প্রতি চার্জিং খরচ এখনও নির্ধারিত হয়নি।
ইতিমধ্যেই পুরসভার সামনে থাকা পার্কিং লটে কাজ শুরু হয়ে গেছে। সেখানে তৈরি হচ্ছে অত্যাধুনিক চার্জিং স্টেশন, যেখানে অটো, টোটো, বাইক, স্কুটার থেকে শুরু করে ছোট চার চাকার গাড়ি—সবধরনের ইলেকট্রিক যান চার্জ করা যাবে। অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাণ সংস্থার এক কর্মী।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী জুন-জুলাইয়ের মধ্যেই এলিট সিনেমা হলের সামনে এবং হগ বিল্ডিংয়ের উল্টোদিকে স্টেশনগুলির কাজ শেষ হয়ে যাবে। এর পাশাপাশি এজেসি বোস রোড, গার্ডেনরিচ, রাফি আহমেদ কিদোয়াই রোড, রাজা দিনেন্দ্র স্ট্রিট, রাজা রামমোহন সরণি, বেথুন রোড, ক্ষুদিরাম বসু সরণি, সুন্দরীমোহন অ্যাভিনিউ, সুরেন্দ্ররঞ্জন রায় রোড, রবীন্দ্র সরোবর, সুকেশ সরকার রোড, আবদুল রসুল অ্যাভিনিউ এবং কারবালা ট্রাঙ্ক রোডে চার্জিং স্টেশন তৈরির কাজও শীঘ্রই শুরু হবে।
প্রত্যেক স্টেশনে থাকবে দু’ধরনের চার্জার—একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ও একটি স্বল্প ক্ষমতাসম্পন্ন। যার ফলে যেকোনও ধরনের ইলেকট্রিক যানবাহন সেখানে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে চার্জ করা সম্ভব হবে।