চিনা সুতোয় গলা কেটে মৃত্যু হয়েছে এক প্রাক্তন জওয়ানের। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে চিনা মাঞ্জা সুতো। গত বুধবার রাত থেকে তল্লাশি চালিয়ে পুলিশ ১১ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁদের সকলকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।
উল্লেখ্য, খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘুড়ির সুতোয় গলা কেটে যায় গৌতম ঘোষ নামে ওই প্রাক্তন জওয়ানের। এরপর স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ওই ঘটনার পরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে চিনা মাঞ্জা সুতোর ব্যবহার বন্ধ করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে খড়দহ থানার পুলিশ ৫ জনকে, টিটাগড় থানার পুলিশ একজনকে, নিউ ব্যারাকপুর থানার পুলিশ ৪ জনকে ও মোহনপুর থানার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। চিনা মাঞ্জা সুতো ব্যবহার বন্ধ করতে এই তল্লাশি চলবে বলে জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।