৫-১২ বয়সিদের জন্য টিকা আনছে জাইডাস ক্যাডিলা

প্রতীকী ছবি (File Photo: iStock)

‘জাইকোভ-ডি’ পরীক্ষামূলক প্রয়ােগের প্রস্তুতি শুরু করল আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা সংস্থা। জাইকোভ-ডি হল ‘প্লাজমিড’ ডিএনএ টিকা। ৫ থেকে ১২ বছর বয়সিদের জন্য এই টিকা দেওয়া হবে।

ইতিমধ্যেই ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য টিকা প্রস্তুত করে ফেলেছে জাইডাস। সেই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে। আশা করা হচ্ছে জুনের শেষ অথবা জুলাইয়ে জরুরি ভিত্তিতে এই টিকার ছাড়পত্র পাওয়া যাবে দেশের অন্যতম ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর কাছ থেকে। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শরভিল প্যাটেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টিকার পরীক্ষামূলক প্রয়ােগে ভালাে ফল পাওয়া গিয়েছে। টিকা নিরাপদ। সবকিছু ঠিকঠাক চললে আমরা প্রথমে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র পেয়ে যাব।


সেই সঙ্গে শরভিল দাবি করেছেন, তাদের তৈরি টিকায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়েনি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হল, এই টিকা নিতে গেলে সুচ ফোটানাের প্রয়ােজন পড়বে না।