জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ব্যান্ডের আরও দুই সদস্য

সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। সূত্রের দাবি, জুবিনের ব্যান্ডের অন্যতম সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও সহ-শিল্পী অমৃতপ্রভা মোহন্তকে গ্রেপ্তার করেছে সিট। এর আগে এই ঘটনায় জুবিনের আপ্ত-সহায়ক সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছিলেন তদন্তকারীরা। নতুন করে দু’জন গ্রেপ্তার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

তদন্তকারী দলের তরফে জানানো হয়েছে, শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা, দু’জনেই ১৯ সেপ্টেম্বর ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর সেই প্রমোদতরীর পার্টিতে ছিলেন। অমৃতপ্রভাকে ভিডিওয় জুবিনের খুব কাছেই সাঁতার কাটতে দেখা গিয়েছে। তিনি নিজের ফোনে ভিডিও রেকর্ডও করছিলেন। গত ৬ দিন ধরে তাঁকে টানা জেরা করে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল। অবশেষে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রমোদতরীতে থাকাকালীন সঙ্গীতশিল্পী জুবিন গার্গ সাঁতার কাটতে নামেন। তার পরেই অঘটন। সূত্রের খবর, ধৃতদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। সেই কারণে তদন্তকারীরা ঠিক করেছেন, চারজনকেই একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। জলে নামার সময়ে জুবিনের পরনে ছিল না লাইফ জ্যাকেট। কীভাবে এত বড় গাফিলতি ঘটল, সেই প্রশ্ন উঠেছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে সিট।