পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ। ধৃতের নাম ওয়াসিম আক্রম। পালওয়াল জেলার কোট গ্রামের বাসিন্দা তিনি। তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন থেকে বেশ কিছু মেসেজ ডিলিট করা হয়েছে বলে তদন্তকারীদের সূত্রে খবর।

পুলিশের দাবি, পাকিস্তানের এজেন্টদের সঙ্গে গত তিন বছর ধরে যোগাযোগ আছে আক্রমের। তাঁদেরকে তিনি ভারতের মোবাইলের সিম কার্ডও দিয়েছেন। গত সপ্তাহে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে তৌফিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারীদের সূত্রে খবর, তৌফিককে জেরা করেই ওয়াসিমের সন্ধান মিলেছে।

তদন্তকারীদের দাবি, পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে তৌফিক এবং ওয়াসিমের যোগাযোগ ছিল। আইএসআই আধিকারিক ও পাকিস্তান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখতেন তাঁরা। ২০২১ সালে পাকিস্তানি এজেন্ট দানিশের সঙ্গে যোগাযোগ হয় ওয়াসিমের।


পুলিশের দাবি, জেরায় জানা গিয়েছে একাধিকবার সীমানা অতিক্রম করেছেন ওয়াসিম আক্রম। পুলিশ সূত্রে খবর, তৌফিকের মতোই আক্রমও ইন্টারনেট কলের মাধ্যমে আইএসআই এবং পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখতেন।