বাবা মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় কুয়োয় ঝাঁপ, মৃত্যু যুবকের

প্রতীকী চিত্র

ইএমআই-তে বাবা মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় কুয়োয় ঝাঁপ দিলেন এক যুবক। বহু চেষ্টা করেও তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে গুজরাতের ভুজে। ঝাড়খণ্ডের বাসিন্দা, পেশায় শ্রমিক রুস্তম শেখ কর্মসূত্রে ভুজে থাকতেন। 

জানা গিয়েছে, মোবাইল কেনা নিয়ে বাবার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বছর ২০-র যুবক রুস্তমের। বাবাকে নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না করেছিলেন তিনি। কিন্তু বাবা রাজি না হওয়ায় তিনি অভিমানে কুয়োয় ঝাঁপ দেন। কুয়োটি ছিল ১৪০ ফুট গভীর। তাঁকে উদ্ধারের জন্য ৯ ঘণ্টা ধরে চেষ্টা চালানো হয়।
উদ্ধারকাজে হাত লাগায় সেনাবাহিনীও। ঘটনাস্থলে ছিল পুলিশ ও দমকলবাহিনীও। কুয়োর নিচে অক্সিজেন পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়। ক্যামেরার মাধ্যমেও সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হয়েছিল। কিন্তু কুয়োর মুখ সঙ্কীর্ণ হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। আর কোনও উপায় না দেখে যুবকের জামার সঙ্গে হুক লাগিয়ে তাঁকে টেনে তোলা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাবার সঙ্গে মোবাইল কিনে দেওয়া নিয়ে দীর্ঘ সময় ধরে বচসা হয় ওই যুবকের। কিন্তু বাবা রাজি না হওয়ায় মনমরা হয়ে পড়েন রুস্তম। এর কয়েক ঘণ্টার পরই কুয়োর ঝাঁপ দেন তিনি।