প্রেমের সম্পর্কের ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা ও সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেপ্তার ২৯ বছরের এক যুবক। বাগালগুন্তে থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভম শুক্লা। অভিযোগ, প্রেম ও একত্রবাস সম্পর্কের আশ্বাস দিয়ে এক মহিলার কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ এবং ২০০ গ্রাম সোনা আত্মসাৎ করেছে সে। পাশাপাশি উঠে এসেছে যৌন হেনস্তা, প্রতারণা ও চুরির গুরুতর অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত নেলামঙ্গল এলাকায়। অভিযুক্ত প্রথমে এক নাবালিকার সঙ্গে আলাপ জমায় এবং তাঁকে যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। এরপর ওই নাবালিকার মাধ্যমে তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় শুভম। পরবর্তী সময়ে নাবালিকার দিদির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত। ধীরে ধীরে তাঁকে একত্রবাসের সম্পর্কে যেতে রাজি করানো হয়। অভিযুক্তের কথায় বিশ্বাস করে ওই মহিলা পরিবারকে জানান, তিনি কাজের সূত্রে মুম্বই যাচ্ছেন। বাস্তবে তিনি বেঙ্গালুরুতেই শুভমের সঙ্গে থাকতে শুরু করেন।
অভিযোগ, টানা তিন বছর একসঙ্গে থাকার সময় ব্যবসা ও ব্যক্তিগত সমস্যার অজুহাতে ধাপে ধাপে ওই মহিলার কাছ থেকে টাকা ও গয়না নেয় শুভম। একইসঙ্গে চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে যখন ওই মহিলা জানতে পারেন, শুভম আগে থেকেই বিবাহিত। এরপর নির্যাতন আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত পালিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনায় পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে শুভম শুক্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে।