বিহারের মেয়েদের নিয়ে বিতর্কিত-অশালীন মন্তব্য বিজেপি সরকারের নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর স্বামীর। বিহারের মেয়েদের দাম ঠিক করে উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্য-র স্বামী গিরিধারী লাল সাহু বলেন, ‘২০-২৫ হাজার টাকা দিলেই ওখানে মেয়ে পাওয়া যায়। যে কেউ বিয়ে করতে পারেন’। মন্ত্রীর স্বামীর এমন বিস্ফোরক মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই বিজেপিকে দুষতে শুরু করেছে বিরোধী শিবির। এই মন্তব্য বিজেপির মানসিকতার প্রতিফলন বলে জানিয়েছে কংগ্রেস। অন্যদিকে, গিরিধারী লাল সাহুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে বিহারের মহিলা কমিশনও।
ইতিমধ্যেই গিরিধারীকে নোটিস পাঠানোর তোড়জোড় শুরু করেছে বিহারের রাজ্য মহিলা কমিশন। এ দিন কমিশনের চেয়ারপার্সন অপ্সরা বলেন, ‘অত্যন্ত নিন্দনীয় মন্তব্য। মানসিকভাবে বিধ্বস্ত না হলে এই ধরনের মন্তব্য করা যায় না।’ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ‘উত্তরাখণ্ড সরকারের মন্ত্রীর স্বামী হয়ে তিনি কীভাবে এই কথা বললেন?’
জানা গিয়েছে, গত মাসে আলমোড়ার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রেখার স্বামী গিরিধারী। সেখানেই তিনি বলেন, ‘বয়স হয়ে গিয়েছে, কিন্তু বিয়ে হয়নি? চিন্তা নেই। বিহার থেকে মেয়ে এনে দেব…ওখানে ২০-২৫ হাজার টাকায় পাওয়া যায়।’ এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে চলুন, আমিই বিয়ে দিয়ে দেব।’ তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিও ভাইরাল হতে দেরি হয়নি।
ভিডিওটি ভাইরাল হতেই উত্তরাখণ্ড কংগ্রেসের সভাপতি গণেশ গোডিয়াল বলেন, ‘মন্ত্রীর স্বামীর এহেন বক্তব্য গোটা ভারতের কন্যাদের জন্য অপমানের। সে বিহার হোক, উত্তরাখণ্ড বা কেরল-এই মন্তব্য মহিলাদের সম্মানে আঘাত করে। মানবপাচার, বাল্যবিবাহ, মহিলাদের নির্যাতনকে সমর্থন করে এই চিন্তাধারা।’ কংগ্রেসের মতে, নারীকল্যাণ মন্ত্রীর স্বামীর মুখে এমন কথা অত্যন্ত লজ্জাজনক। এমন মন্তব্যের জন্য রাজ্য বিজেপিকে ক্ষমা চাইতে হবে দাবি করে কংগ্রেসের।
যদিও গিরিধারীর এহেন মন্তব্যের নিন্দা করেছে গেরুয়া শিবির। বিজেপির তরফে জানান হয়েছে, মন্ত্রীর স্বামীর সঙ্গে বা তাঁর মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই।