চার অফিসারকে নতুন পদে নিয়ােগ করল যােগী সরকার 

যোগী আদিত্যনাথ (File Photo: Kuntal Chakrabarty/IANS)

হাথরাসের পর বদায়ুর গণধর্ষণ কাণ্ডে উত্তপ্ত উত্তরপ্রদেশ। এই পরিস্থিতিতে দূর্নীতিগ্রস্ত চার আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। তথ্য দফতরের ওই আধিকারিকদের পদের অবনতি ঘটিয়ে পিওন, প্রহরী বানানাের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ। 

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে বরেলির অতিরিক্ত তথ্য অফিসার নরসিংহকে পিওন, ফিরােজাবাদে অতিরিক্ত জেলা তথ্য কর্মকর্তা দয়াশঙ্করকে অফিসের নিরাপত্তা কর্মী হিসেবে যােগ দিতে বলা হয়েছে। এদিকে মথুরা ও ভাদোহির অতিরিক্ত জেলা তথ্য অফিসার হিসেবে পদোন্নতি বিনােদ কুমার শর্মা এবং অনিল কুমার সিংকে আবার সিনেমা অপারেটর ও যােগাযােগ সহায়ক হিসেবে তাদের পূর্ব পদেই রাখা হয়েছে। 

অভিযােগ উঠেছে, ওই অফিসারের নিয়ম বিরুদ্ধভাবে, দুর্নীতির আশ্রয় নিয়ে পদোন্নতি পেয়ে অফিসার হয়েছিলেন। কিন্তু তাঁদের সেই যােগ্যতা নেই ও তারা সেই পদের যােগ্য নন বলে জানানাে হয়েছে প্রশাসন তরফে।