মালিকের উপর অপমানের প্রতিশোধ নিতে পাঁচ বছরের শিশুকে খুন কর্মীর

দিল্লিতে একটি পাঁচ বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  গভীর রাতে দিল্লির নরেলা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুটির ক্ষতবিক্ষত দেহ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মৃত শিশুর বাবার অধীনে কর্মরত একজন গাড়িচালক ইট দিইয়ে মাথা থেঁতলে হত্যা করেছেন শিশুটিকে। পুলিশ অভিযুক্তের খোঁজ করছে।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শিশুটির পরিবারের তরফ থেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। অনেকক্ষণ তল্লাশি করার পর অবশেষে গভীর রাতে নরেলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে ওই বাড়িতে থাকতেন মৃত শিশুর বাবার অধীনে কর্মরত নিতু নামের এক গাড়িচালক। ঘটনার পর থেকে নিতু পলাতক।

পুলিশ সূত্রে খবর, নিহত শিশুটির বাবার পরিবহণের ব্যবসা রয়েছে। বেশ কয়েকটি গাড়ি রয়েছে তাঁর।শিশুটির বাবার  অধীনে দু’জন চালক কাজ করেন। সোমবার তাঁদের দু’জনের মধ্যে কোনো কারণে বিবাদ হয়। সেই বিবাদ থেকে শুরু হয় হাতাহাতি। এরই মাঝে ব্যাপারটিতে হস্তক্ষেপ করেন শিশুটির বাবা। তিনি নিতুকে তিরস্কার করেন এবং চড় মারেন। সেই  অপমানের প্রতিশোধ নিতেই নিতু শিশুটিকে হত্যা করেছেন বলে পুলিশের অনুমান।পুলিশ অনেকগুলি দল গঠন করে অভিযুক্তের তল্লাশি চালাচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজও ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।