গুরুগ্রামে শ্রমিককে উল্টো করে ঝুলিয়ে মার, আটক ৪

প্রতিনিধিত্বমূলক চিত্র

হরিয়ানার গুরুগ্রামে বাঙালি হেনস্থার খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ডিটেনটশন ক্যাম্পে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বলেও সেখানকার প্রশাসনের দিকে আঙুল উঠেছিল। এখনও আতঙ্কে ভুগছে গুরুগ্রামের বাঙালি অধ্যুষিত এলাকা। মুসলিম বাঙালি দেখলেই আটক করা হচ্ছে বলে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে। এরই মধ্যে সামনে এল এমন এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, নির্মীয়মাণ বাড়িতে উল্টো ক’রে ঝুলিয়ে এক শ্রমিককে বেধড়ক মারা হচ্ছে। ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যেমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক শ্রমিকের পা বেঁধে উল্ট করে ঝুলিয়ে কয়েকজন মারছে। যন্ত্রণায় কাতরাচ্ছে ওই শ্রমিক। জানা গিয়েছে, ভিডিও ছড়িয়ে পড়তেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৩৭-এর আইএলডি গ্রিনস কমপ্লেক্সে। পুলিশের ধারণা, ওই ভিডিওটি গত মাসের। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়।