মহিলাদের কাজ স্বামীর শয্যায় সন্তান উৎপাদন: কেরলের সিপিএম প্রার্থী

পঞ্চায়েত ভোটে মাত্র ৪৭ ভোটে জয়ী হয়েছেন কেরলের মলপ্পুরমের থেন্নেলা পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সৈয়দ আলি মজিদ। ভোটে জিতেই বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বিজয় মিছিল থেকে চরম মহিলাবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজয়ী সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। মজিদের বিরুদ্ধে ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-এর অন্যতম জোট সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ বা আইইউএমএল মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছিল। তাঁকে কটাক্ষ করতে গিয়ে সিপিএম প্রার্থীর মন্তব্য করেন, ‘মহিলারা কাজ কেবল স্বামীর শয্যায়। তাঁরা প্রকাশ্যে শুতে পারেন না।’

এর পর প্রতিদ্বন্দ্বীকে নিশানা করতে গিয়ে একের পর এক মহিলাবিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ। তিনি আরও বলেন,  ‘২০, ২৫ এমন কী ২০০, যত জন মহিলা প্রার্থীকেই ভোটে দাঁড় করান না কেন, আমাদের বাড়িতেও তো বিবাহিত মহিলারা আছেন। ঠিক এই কারণেই বিয়ের আগে পারিবারিক ঐতিহ্য যাচাই করে নেওয়া হয়।’ এই বলেই তিনি ক্ষান্ত হন নি। এরপর মজিত আরও একধাপ এগিয়ে মন্তব্য করেন, ‘একটি ভোট পেতে কিংবা একটি ওয়ার্ডে জয়লাভের জন্য অন্য পুরুষদের সামনে তাঁদের দাঁড় করানো হয় না। আমাদের বাড়ির মহিলাদের বিয়ে হয়েছে, সন্তানদেরও বিয়ে হয়েছে। মহিলাদের কাজ স্বামীর শয্যায় এবং সন্তান উৎপাদনে।’

মজিদ সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক ছিলেন। ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য ওই পদ থেকে ইস্তফা দেন। ৬৬৬টি ভোট পেয়েছেন। ৪৭ ভোটে আইইউএমএল প্রার্থীকে পরাজিত করেন। তার পরেই বিজয় মিছিল থেকে এই মন্তব্য করেছেন সৈয়দ আলি মজিদ। সিপিএম নেতার মন্তব্যের কড়া নিন্দা করেছে আইইউএমএল। তবে এই বিতর্কে কেরল সিপিএম নেতৃত্বের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।