হোটেলের ছাদে মহিলাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

প্রতীকী চিত্র

এক বিবাহিত মহিলাকে হোটেলের ছাদে ধর্ষণ করার অভিযোগ উঠল ওই হোটেলেই কর্মরত চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেঙ্গালুরুর কোরমঙ্গলার একটি হোটেলে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গ এবং একজন উত্তরাখন্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। 

নির্যাতিতা মহিলার অভিযোগ, তাঁর পরিচিত এক ব্যক্তি তাঁকে একটি হোটেলের ছাদে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। সেই সময় বাকি তিনজন সেখানে অপেক্ষা করছিলেন। পরে তাঁরাও এসে ওই মহিলাকে ধর্ষণ করে। বৃহস্পতিবারই মহিলা কোরমঙ্গলা থানায় ঘটনাটি জানান। পরে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। বেঙ্গালুরু দক্ষিণ-পূর্বের ডেপুটি পুলিশ কমিশনার সারা ফাতিমা জানিয়েছেন, অভিযুক্তরা সকলেই ওই হোটেলে কাজ করতেন। নির্যাতিতার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। 
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার বাড়ি দিল্লিতে। স্বামীর সঙ্গে তিনি বেঙ্গালুরুতে থাকেন। তিনি কেটারিং সার্ভিসে কাজ করেন। বৃহস্পতিবার জ্যোতি নিবাস কলেজ জংশনে অভিযুক্তদের সঙ্গে তাঁর দেখা হয়। পুলিশের সন্দেহ ওই চার অভিযুক্তের মধ্যে এক জন মহিলার পূর্ব পরিচিত। বৃহস্পতিবার ওই চারজনের সঙ্গে তিনি হোটেলে ডিনার করেন। এর পর তাঁকে হোটেলের ছাদে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। পরদিন ভোরে বাড়ি ফিরে মহিলা তাঁর স্বামীকে সবকিছু জানান। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়। 
 
বেঙ্গালুরুতে এর আগেও একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। চলতি বছরের জানুয়ারি মাসে বেঙ্গালুরুর হোয়সালা নগর এলাকায় একটি নির্মীয়মান বাড়িতে ৬ বছরের শিশুকে যৌন হেনস্তা করে খুনের অভিযোগ ওঠে। ২০২১ থেকে ২০২৩ এর মধ্যে বেঙ্গালুরুতে ৪৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছিল বলে চলতি মাসে জানিয়েছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।   
 
ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতার বয়ান নথিভুক্ত করা হবে।