বাংলার মহিলাকে গণধর্ষণ বেঙ্গালুরুতে, পরে চলল ডাকাতিও

বেঙ্গালুরুতে বাঙালি মেয়ের গণধর্ষণ। কর্নাটকে মহিলার বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ উঠল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। অভিযোগ মহিলার বাড়িতে জনা পাঁচেকের একটি দল জোর করে ঢোকে। রাত ৯টা থেকে রাট ১২টার মধ্যে নৃশংসভাবে নির্যাতিতাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই বাড়িতে মহিলা ছাড়াও আরও ৪জন থাকতেন, যাদের ,মধ্যে ২জন নাবালক। 

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা পশ্চিমবঙ্গের বাসিন্দা কর্মসূত্রে তিনি থাকতেন বেঙ্গালুরু। আচমকা জোরপূর্বক বাড়িতে ঢুকে তরুণীকে প্রথমে ধর্ষণ করা হয়, পরে বাড়িতে লুঠ চালানো হয় বলেও অভিযোগ। বাড়িতে থাকা নগদ, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ৩জন অভিযুক্তকে গ্রেপ্তর করা হয়েছে, খোঁজ চলছে আরও দুজনের।  

মঙ্গলবার রাতে গাঙ্গোনডানাহাল্লিতে এই ঘটনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ২৫ হাজার টাকা নগদ এবং ২টি মোবাইল ফোন নিয়ে তারা পালিয়ে যায়। ভয় দেখিয়ে যৌন নির্যাতন করা হয় তরুণীকে। 


৩টি বিশেষ দল গঠন করে ঘটনার তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। নির্যাতিতা এবং অভিযুক্তেরা পরস্পরের পরিচিত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মহিলার বাড়ির লোকদের বেঁধে রেখে, মহিলাকে অন্য ঘরে নিয়ে গিয়ে দফায় দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মহিলার অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অভিযুক্তদের সঙ্গে, নির্যাতিতার পূর্ব পরিচয় ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।