পুত্রের অভাব মেটাতে ফুটপাথ থেকে ৪ মাসের শিশুকে চুরি করে নিজের বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ওই মহিলা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা।
অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে ওল্ড দিল্লি রেলস্টেশন চত্ত্বর থেকে ৪ মাসের শিশু সন্তান চুরির অভিযোগ আসে। শিশুটির বাবা স্টেশন চত্ত্বর এলাকাতেই জ্যাকেট বিক্রি করেন। জানা গিয়েছে, ওল্ড দিল্লি রেলস্টেশন চত্ত্বর এলাকার ফুটপাথে বাস করেন ওই জ্যাকেট বিক্রেতা। তাঁর ৪ সন্তান এবং স্ত্রী রয়েছেন। ফুটপাথবাসী ওই মহিলা জানান, এক অপরিচিত মহিলা হঠাত এসে তাঁদের সঙ্গে আলাপ জমান। তাঁর ছেলেমেয়েদের খাওয়াতে চান। এরপরও বেশ কয়েকদিন আসেন ওই মহিলা। সোমবারও মহিলা আসেন। কিছুক্ষণ পর চলেও যান। তারপর থেকেই আর তাঁদের পুত্রসন্তানটিকে দেখতে পাননি তাঁরা।
পুত্রসন্তানটির মা তাঁর স্বামীকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে অভিযুক্ত মহিলাকে তাঁর উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাড়িতে পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার করা হয় শিশুটিকেও।
পুলিশ জানিয়েছে, শিশুচুরির অভিযোগে আরতি নামে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বয়স ৩৯ বছর। আরতি ৩ কন্যার মা , কিন্তু তার কোনো পুত্রসন্তান না থাকায় তিনি শিশুটিকে চুরি করার লোভ সামলাতে পারেননি।