আগামী ২৪ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে সংসদে শীতকালীন অধিবেশন হতে পারে। এই অধিবেশনে অত্যন্ত জরুরি বিলগুলি পাশ করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, এই শীতকালীন অধিবেশনে মোট ২০টি বৈঠকের একটি অস্থায়ী সময়সূচি তৈরি করা হয়েছে। ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্ট অ্যাফেয়ার্স (সিসিপিএ)–র অনুমোদনের পরেই শীতকালীন অধিবেশনের সময়সূচি চূড়ান্ত হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই জানা যাবে চূড়ান্ত সময়সূচি।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫, ইউনিয়ন টেরিটরি সরকারের (সংশোধনী) বিল, ২০২৫, এবং সংবিধান (১৩০ তম সংবিধান সংশোধনী) বিল, ২০২৫– এই বিলগুলি নিয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা হতে পারে। পাশাপাশি জন বিশ্বাস (বিধির সংশোধনী) বিল, দেউলিয়া ও দেউলিয়া কোড (সংশোধনী) বিল, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিল যা প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করতে প্রস্তুত করা হয়েছে সেগুলি নিয়ে আলোচনা হবে।