কাঁওয়াড় যাত্রা কেন? যােগী সরকারকে ‘সুপ্রিম’ নােটিশ 

কাঁওয়াড় যাত্রা (Image: Twitter/@werindia)

মারণ ভাইরাস করােনা আবহে এখনও দেশের বিভিন্ন জায়গায় লকডাউন অব্যাহত। দ্বিতীয় ঢেউ শেষে তৃতীয় ঢেউ নিয়ে চরম দুশ্চিন্তায় বিশ্ববাসী। ঠিক এইরকম পরিস্থিতিতে উত্তরপ্রদেশের যােগী সরকারের কাঁওয়াড় যাত্রায় অনুমতি দেওয়া হলাে কেন? তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট বুধবার নােটিশ পাঠালাে উত্তরপ্রদেশ সরকারকে। 

গতবছর বাতিল করা হয়েছিল, এবছর কেন অনুমতি দেওয়া হয়েছে তা রিপাের্ট আকারে সুপ্রিম কোর্টকে জানাতে হবে যােগী সরকারকে। মারুণ ভাইরাস করােনা সংক্রমণ এড়াতে সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্তভাবে এই মামলা দাখিল করেছে। 

যদিও বিরােধী দলগুলির অভিযােগ, আসন্ন বিধানসভার নির্বাচনে প্রাক্কালে ভােটব্যাংক অটুট রাখতে যােগী সরকারের এই অনুমতি প্রদান। গত বছর কুম্ভ মেলায় করােনার বাড়বাড়ন্ত ঘটে। তারপর কাঁওয়াড় যাত্রা নিয়ে ফের সমালােচনার মুখে উত্তরপ্রদেশের যােগী সরকার।