প্রশ্নের মুখে হোয়াইট হাউসের নিরাপত্তা, নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল গাড়ি, গ্রেপ্তার ১

বড়সড় প্রশ্নের মুখে হোয়াইট হাউসের নিরাপত্তা। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভিতরে কাজে ব্যস্ত, হঠাৎই প্রচণ্ড জোর আওয়াজ। এরপরই শুরু হয়ে যায় হৈচৈ, তুমুল শোরগোল। জানা যায়, হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েছে একটি গাড়ি। এই ঘটনায় গাড়ির সামনে অংশ দুমড়ে যায়। গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীতে গাড়িটি সজোরে ধাক্কা মারার পর তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন নিরাপত্তা রক্ষীরা। গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে। গাড়িটিকেও আটক করা হয়। তবে ধৃত ওই যুবকের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। 
এই ঘটনার পর ‘আমেরিকান সিক্রেট সার্ভিস’-এর মুখপাত্র একটি বিবৃতিতে ঘটনার কথা জানান। কিন্তু কীভাবে এই ঘটনাটি ঘটে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এটি নিছকই দুর্ঘটনা। এর  পিছনে কোনও ষড়যন্ত্র নেই। তবে গোটা বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
 

এই প্রথম নয়। এর আগেও হোয়াইট হাউসের গেটে গাড়ি ধাক্কা মারার ঘটনা ঘটে। গত বছরও মার্কিন বাসভবনের গেটে তীব্র গতিতে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। ২০২৩ -এও হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। গেট ভেঙে ভিতরে ঢুকে যায় গাড়ি। বারবার এমন ঘটনায় হোয়াইট হাউসের নিরাপত্তা বড় প্রশ্নচিহ্নের মুখে।