খোঁজ মিলছে ধনখড়ের, চিন্তিত সিব্বল

খোঁজ মিলছে না প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। তাঁর সঙ্গে ফোনেও কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না। শনিবার এ কথা জানিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, এ কথা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানিয়েছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গত ২১ জুলাই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন ধনখড়। আজ, ৯ আগস্ট। সেই দিন থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমারা জানি না তিনি কোথায় আছেন। তিনি সরকারি বাসভবনে নেই। প্রথম দিন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তাঁর ব্যক্তিগত সচিব জানিয়েছিলেন, তিনি বিশ্রাম নিচ্ছেন।’

এ নিয়ে সমাজমাধ্যমেও সরব হয়েছে তিনি। এক্স হ্যান্ডলে আইনজীবী কপিল লিখেছেন, ‘ধনখড় কোথায়? তিনি কি নিরাপদ? কেন তিনি যোগাযোগ করছেন না? শাহের জানা উচিত! তিনি উপরাষ্ট্রপতি ছিলেন। দেশের জন্য এটা চিন্তার বিষয়। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। তিনি একজন আইনজীবীও ছিলেন। অনেক মামলার সঙ্গে যুক্ত ছিলেন। আমি উদ্বিগ্ন। তাঁর কোনও খবর পাচ্ছি না।’


প্রসঙ্গত, মেয়াদ শেষ হওয়ার দু’বছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। গত ২১ জুলাই তিনি নিজের ইস্তফাপত্র পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। ইস্তফাপত্রে ধনখড় শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। তবে বিরোধীরা এই যুক্তি মেনে নেয়নি। বিরোধীদের মতে, কেন্দ্রের সঙ্গে, মূলত নরেন্দ্র মোদীর সঙ্গে দূরত্ব বাড়ায় কারণেই ইস্তফা দিতে হয়েছে জগদীপ ধনখড়কে।