আামেদাবাদের বিমান দুর্ঘটনার জন্য মুখ্য পাইলট দায়ী নন, স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত মনে করে, ১২ জুন যা ঘটেছে তা একটি দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহত পাইলট-ইন-কমান্ড সুমিত সাবেরওয়ালের বাবা পুষ্কররাজ সাবেরওয়াল সুপ্রিম কোর্টে মামলা করেন। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ একথা জানিয়েছে।
শুক্রবার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত মৃত পাইলটের বাবার উদ্দেশে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। কিন্তু আপনি নিজের ছেলেকে দোষী মনে করবেন না। বিমান দুর্ঘটনার জন্য তিনি(সুমিত) দায়ী এমন কোনও কথা প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়নি। তাই এই নিয়ে অকারণ ভারাক্রান্ত হওয়ার কোনও প্রয়োজন নেই। সেদিন যা হয়েছিল তা নিছকই দুর্ঘটনা।’ বিচারপতি বলেন, ‘দেশে কেউই বিশ্বাস করে না যে দুর্ঘটনায় পাইলটের কোনও দোষ ছিল।’
পুষ্কররাজের হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি আদালতকে জানান, ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বিমান দুর্ঘটনার নেপথ্যে মুখ্য পাইলটের ত্রুটি রয়েছে। তারপর থেকেই বিভিন্ন মহলে সুমিত সাবেরওয়ালকে আক্রমণ করা হয়। এর উত্তরে বিচারপতি বলেন, ‘আমরা বিদেশের রিপোর্ট নিয়ে মাথা ঘামাই না। ওটা বিভ্রান্তিকর প্রতিবেদন।’ আদালত তাঁকে এও জানায়, আমেরিকার সংবাদপত্রে প্রকাশিত খবরে পরিবারের সম্মানহানি হয়েছে এমন যদি তিনি মনে করেন, তবে মার্কিন আদালতে মামলা করার রাস্তা তাঁর খোলা আছে।
এএআইবি-র প্রথামিক রিপোর্টের একটি অংশ এদিন পড়ে শোনায় বেঞ্চ। রিপোর্টে বলা হয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই দুটি ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে সুইচগুলি আবার চালু করা হলেও ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে বিমানটি ভেঙে পড়ে এবং দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়। রিপোর্টটি পড়ার পর বিচারপতিরা বলেন, ‘ রিপোর্টে কোথাও পাইলটদের ত্রুটির কথা উল্লেখ করা হয়নি। ফলে এই রিপোর্টকে হাতিয়ার করে পাইলটদের দোষী মনে করার কোনও কারণ নেই।’