পিডিএফ খুলতেই অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে উধাও দু’লক্ষ টাকা

প্রতীকী চিত্র

একটি ‘বিয়ের নিমন্ত্রণ’ই সর্বনাশ ডেকে আনল মহারাষ্ট্রের এক সরকারি কর্মীর জীবনে। অচেনা নম্বর থেকে আসা হোয়াট্‌সঅ্যাপ মেসেজে লেখা ছিল—“৩০ অগস্ট বিয়ে, অবশ্যই আসবেন। ভালবাসাই আনন্দের চাবিকাঠি।” বার্তার সঙ্গে জুড়ে ছিল একটি পিডিএফ ফাইল। কৌতূহলবশত ফাইলটি খোলার পরই ঘটে বিপত্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাইলটি খোলার মুহূর্তেই ওই কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য চলে যায় সাইবার অপরাধীদের হাতে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক মেসেজ আসে তাঁর ফোনে—প্রথমে ৩০ হাজার, পরে ৫০ হাজার তোলা হল বলে মেসেজ আসতে শুরু করে। এভাবে ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে  পুরো দু’লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সাইবার অপরাধীদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

সাইবার সেল অবশ্য জানিয়েছে, এ ধরনের প্রতারণার ঘটনা নতুন নয়। গত বছরও একাধিক নাগরিক একই ফাঁদে পড়েছিলেন। কিছুদিন কৌশল পাল্টে অন্যভাবে প্রতারণা চালালেও সাম্প্রতিক সময়ে আবারও এই পদ্ধতিতে সক্রিয় হয়েছে সাইবার প্রতারণা চক্র।


বিশেষজ্ঞদের সতর্কবার্তা, অচেনা নম্বর থেকে আসা কোনও মেসেজ বা পিডিএফ, বিশেষত লিঙ্কযুক্ত ফাইল খুলবেন না। সন্দেহজনক বার্তা পেলে সঙ্গে সঙ্গে সেটি রিপোর্ট বা ব্লক করার পরামর্শ দিয়েছেন তাঁরা।