বঞ্চিতদের কাজের অনুমতি দেওয়া হোক, সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ

ফাইল চিত্র

সুপ্রিম কোর্টের এসএসসি সংক্রান্ত রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। তাঁদের আবেদন, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বঞ্চিত চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। অন্তত চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত এই আবেদন মঞ্জুর করুক শীর্ষ আদালত।

পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের আবেদন, যে সকল চাকরিহারাদের অবৈধ বলে নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়নি তাঁদেরও আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিক সুপ্রিম কোর্ট। কারণ একসঙ্গে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হওয়ায় স্কুলের পরিচালন ব্যবস্থা ভেঙে পড়েছে। এমন অনেক স্কুল রয়েছে যেখানে চাকরিহারা শিক্ষক ছাড়া সেই বিষয়টি অন্য কেউ পড়ান না। আবার এমনও স্কুল রয়েছে যেখানে ২৫ জন শিক্ষকের মধ্যে ২৩ জনেরই চাকরি বাতিল হয়েছে। এক্ষেত্রে পড়ুয়ারা সমস্যার মধ্যে পড়েছেন। পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাঁদের অনেকের কাছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের খাতা রয়েছে। এই সব দিক বিবেচনা করে আপাতত বঞ্চিত চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিক সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, যোগ্যদের কারও চাকরি যাবে না। পাশাপাশি যোগ্যদের কাজে ফেরারও বার্তা দিয়েছেন তিনি। এই বৈঠকের পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ।


আদালত সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে মামলাটি ফাইল করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলা মেনশন করে শুনানির জন্য উঠবে বলে জানা গিয়েছে। কবে এই মামলার শুনানি হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন বঞ্চিত চাকরিহারা থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ।