ভোটার তালিকা মামলার শুনানি বৃহস্পতিবার

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিহারের ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)–এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলারগুলির শুনানি হবে বৃহস্পতিবার। এর মধ্যে রয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মামলাটিও। এই সংক্রান্ত সবক’টি মামলা একসঙ্গে শুনবে শীর্ষ আদালত। সোমবার আদালতে মামলাগুলি গৃহীত হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুনানির আগে নির্বাচন কমিশনকে নোটিশ দিতে পারবে মামলাকারী সব পক্ষ।

চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে গত ২৪ জুন নির্বাচন কমিশন ঘোষণা করে, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করা হবে। অর্থাৎ তালিকায় নাম থাকা ভোটারদের নির্দিষ্ট নথি দেখিয়ে ফের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি দেখালে হবে না। জন্মের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিট কার্ড ছাড়াও মোট ১১টি নথি গ্রহণযোগ্য হবে। দেশজুড়ে আধার জালিয়াতির জেরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে যুক্তি দেখিয়েছে কমিশন।